দেশে করোনায় ৩৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে করোনা ভাইরাসে এক দিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে, যা দৈনিক পরিসংখ্যান অনুযায়ী তিন মাসের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ চলতি বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হলো গতকাল। এর আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিলো গত বছরের ২০ ডিসেম্বর। সেদিন ৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে দেশে টানা তিন দিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৮৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা গত বছরের জুলাই মাসের পর মঙ্গলবার প্রথমবারের মতো সাড়ে ৩ হাজার ছাড়িয়ে যায়। স্বাস্থ্য অধিদফতর সেদিন ৩ হাজার ৫৫৪ জন নতুন রোগী শনাক্তের খবর জানায়। এরপর আরো ৩ হাজার ৫৬৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয় বুধবার। গত বছরের ১৬ জুলাই মাসে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলো। গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৫৮৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৭৯৭ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৯৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন হয়েছে।

Comments (0)
Add Comment