ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুক পেজে স্ট্যাটাস : চুয়াডাঙ্গার গিরীশনগরের মানিক খাঁন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে স্ট্যাস্টাস দেয়ায় চুয়াডাঙ্গার গিরীশনগর এলাকার বহুল আলোচিত কথিত সাংবাদিক মানিক খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মানিককে দর্শনা থানায় সোপর্দ করেছে তিতুদহ ক্যাম্প পুলিশ।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরীশনগর বাজারপাড়ার ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্ভাব্য ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে বহুল আলোচিত কথিত সাংবাদিক মানিক খাঁনকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাজারের নিজ দোকান থেকে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলাম তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাস্টাস দেয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মানিক তার ফেসবুক পেজে লিখেছে শুধু মসজিদ বানানোর কারণে সমাজটা এতো বিষাক্তসহ আরও কিছু কথা। বিষয়টি নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মানিক খাঁনকে তিতুদহ ক্যাম্প পুলিশ দর্শনা থানায় সোপর্দ করেছে। এলাকাবাসী জানায়, মানিক আ.লীগ নেতার ছেলে হবার সুবাদে এবং সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় এলাকার মানুষকে হেয় প্রতিপন্ন করে আসছিলো। শুধু তাই না প্রায় সময় তিনি তার ফেজবুক পেজে বিভিন্ন লোকের বিরুদ্ধে মানহানিকর কথাবার্তা লিখে স্ট্যাস্টাস দিয়ে থাকে। শুধু এ ঘটনায় না গত ১২/০২/২০ ইং তারিখে গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। কয়েকদিন জেল খেটে জামিনে বাড়ি আসেন মানিক। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মানিককে গ্রেফতার করায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Comments (0)
Add Comment