স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে হেমায়েতপুর ক্লাবমোড় পাড়ায় ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহিলাদল নেত্রী ফাহিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু, রহিদুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন। যুবদল নেতা ইঞ্জিনিয়ার আকরাম হোসেন খানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফ শেখ, সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সহসভাপতি সোমর খান, উপজেলা বিএনপির সদস্য আসমত মাল, নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ডালিম শেখ, যুগ্ম আহ্বায়ক আসাদ খান প্রমুখ।
সভায় দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, বিএনপির ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদান করা হবে যা রাষ্ট্র মেরামতের ৩১ দফায় উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কার্ডের জন্য আর চেয়ারম্যান, মেম্বরের পিছনে দৌঁড়াতে হবে না। জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। আমরা সবাই মুসলমান। আমাদের আমল ভালো না হলে আমরা কখনও বেহেস্তে যেতে পারবো না। তাদের মার্কায় ভোট দিলে বেহেস্তে যাবে এটি ধোকাবাজি ছাড়া কিছুই নয়। তারা মিথ্যাচার করে বেড়াচ্ছে। পবিত্র কোরআনে কোথাও লেখা নেই যে কোনো মার্কায় ভোট দিলে সে বেহেস্তে যাবে। আপনার আমল দ্বারা নির্ধারিত হবে আপনি বেহেস্তে যাবেন না দোজখে যাবেন। তাই তাদের মিথ্যাচারে আপনারা বিভ্রান্ত হবেন না। চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের কা-ারি মাহমুদ হাসান খান বাবু একজন খুবই ন¤্র ও ভদ্র মানুষ। আগামী দিনে বাংলাদেশ তথা চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।