পাদুকার মধ্যে লুকিয়ে পাচারের সময় দেড় কেজি সোনাসহ আটক ৩

রাজশাহীতে পাদুকা তথা স্যান্ডেলের ভেতরে লুকিয়ে পাচারের সময় প্রায় দেড় কেজি সোনার বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে সোনাসহ ৩জনকে আটক করা হয়।
বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, প্রায় ৮২ লাখ টাকা মূল্যের ১২টি সোনার বার ভারতে পাচারের জন্য ফেনী থেকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। বাসের এক যাত্রীর পায়ের চামড়ার স্যান্ডেলের ভেতর ছিল এসব সোনা। এর ওজন এক কেজি ৩৯৯ গ্রামের একটু বেশি।
আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই থানার চৌহাট এলাকার লালর মিয়ার ছেলে আলাল (৪৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়নচুকা কামারপাড়া গ্রামের বাদল কর্মকারের ছেলে শুভ্র কর্মকার (২৭) ও বারঘরিয়া হালদারপাড়া গ্রামের দিনেশ হালদারের ছেলে মিলন হালদার (২৮)।

Comments (0)
Add Comment