স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যেগে আন্তঃ বিভাগীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অত্র বিশ্ববিদ্যালয়ে কৃষি, ব্যবসায় প্রশাসন, ইইই, ইংরেজি, সিএসই, সমাজবিজ্ঞান, পাবলিক হেলথ্ ও আইন বিভাগ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গত ১৫ মে শুরু হয়ে ১৭ মে বিকেলে ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্ট সম্পন্ন হয়। ফাইনালে কৃষি বিভাগকে হারিয়ে ইইই বিভাগ বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত। আন্তঃ বিভাগীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উপস্থিতি ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস পরিচালক (অর্থ), ৮টি বিভাগের বিভাগীয় প্রধানগণ ড. মোঃ নাহিদ পারভেজ, মো. মোস্তাফিজুর রহমান, মোঃ আরিফুর রহমান, মোছা. উম্মে তোহ্ফা, নুরুন নাহার. মো. শরিফুল ইসলাম ও বিল্লাল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের আরও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।