স্টাফ রিপোর্টার:সুখবর দিলেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। কন্যা সন্তানের বাবা হয়েছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এই প্রতিভাবান অভিনেতা।।
রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শ্যামল।
ঘরের নতুন অতিথি স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। দেখা যায়, কোলে মেয়েকে জড়িয়ে রেখেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ’এ নিউ স্টার কামস টু প্ল্যানেট।’ ছোট্ট তারার‘র নাম রেখেছেন– সানাভ মাওলা।
২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা।
২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। তার কাজগুলোর মধ্যে অন্যতম– ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, ‘মহানগর’ ইত্যাদি।