বিএনপির দোয়া ও প্রার্থনা ধর্মীয় উপাসনালয়ে আজ

স্টাফ রিপোর্টার: দলের সিনিয়র নেতাকর্মীদের সুস্থতা কামনায় আজ দেশব্যাপী মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া-প্রার্থনার আয়োজন করবে বিএনপি। গতকাল দলটির দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নেতাসহ সারা দেশের যেসব নেতাকর্মী ও দেশের মানুষ মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হবে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ সারা দেশের নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ তাদের সবার সুস্থতা কামনা করে আজ সারা দেশে মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া-প্রার্থনা অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment