বীরমুক্তিযোদ্ধার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ।।  প্রধান মন্ত্রীর সহায়তা কামনা 

  চুয়াডাঙ্গা বটিয়াপাড়া গ্রামে বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের  স্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত ১০ দিন আগে কোভিড/১৯ পরীক্ষায়  মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের  স্ত্রী শাহানা আক্তার করোনা পজিটিভ হয়।  তারপর দিন তাকে ঢাকার পান্হপথে এসআইবিএল ফাউণ্ডেশন হাসপাতালে আইসিইউতে  ভর্তি করা হয় । তিনি প্রফেসর ডাঃ সুলতান মাহমুদ সুমনের অধিনে চিকিৎসা নিচ্ছেন।
করোনা আক্রান্ত শাহানা আক্তারের স্বামী বীর মুক্তিযোদ্ধা  ১৯৭১ সালে হানাদার বাহিনীর সাথে দামুড়হুদার  আট কবরে সম্মুখ সমরে যুদ্ধে অংশ নিয়ে প্রাণে বেঁচে গেলেও বর্তমানে পরিবার নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন।   তিনি জানান, আমার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।  ডায়াবেটিস নিয়ন্ত্রেন নেই। কিডনি ও লিভার ঠিকমত কাজ করছে না। প্রচুর অর্থ ব্যয় হলে তার শারীরিক অবস্হার কোন উন্নতি হচ্ছে না। এ অবস্থায়  তিনি মাননীয়   প্রধান মন্ত্রীর সহায়তা কামনা করেছেন।
Comments (0)
Add Comment