মরণোত্তর দাবি ৬ লাখ ৪৪ হাজার টাকা পরিশোধ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মরহুম অ্যাড. আবু বকর সিদ্দিকের স্ত্রী হিমানী বেগমকে ৬ লাখ ৪৪ হাজার মরণোত্তর দাবির টাকা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় মরহুমের নিজ বাড়িতে এ টাকার চেক হস্তান্তর করা হয়। দু’দফায় হিমানী বেগমকে মোট ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রদান করে মরণোত্তর দাবির সম্পূর্ণ টাকা পরিশোধ করা হলো। এর আগে গত ২৬ সেপ্টেম্বর হিমানী বেগমকে ১১ লাখ ৯৬ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, বারের যুগ্ম সম্পাদক আসলাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান মিল্টন ও নাসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : গত ২০১৯ সালের ৬ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. আবু বক্কর সিদ্দিক মৃত্যুবরণ করেন।

Comments (0)
Add Comment