আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল-কোলা বাইপাস সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজন সামান্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার আনুমানিক ভোর সাড়ে চারটার মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-নড়াইল জেলার রাজুপুর গ্রামের হুমায়ুন শেখ (৪০), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫) ও তাদের তিন বছর বয়সী কন্যা হুমায়রা খাতুন। জানা যায়, ঢাকা থেকে আত্মীয় বাড়িতে বেড়াতে মুজিবনগরের উদ্দেশ্যে তারা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৭-৪৭৩৯) যোগে রওনা হন। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল-কোলা বাইপাস সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় লোটন নামে এক ব্যক্তির পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।