‘মুখোমুখি হচ্ছেন’ পুতিন-জেলেনস্কি!

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে উপস্থিত হতে সম্মত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে একই সম্মেলনে অংশ নিলেও তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলোচনা অনুষ্ঠিত হবে কি না তা জানা যায়নি। জি ২০ গ্রুপের বর্তমান চেয়ারম্যান উইদোদো শুক্রবার একটি টেলিভিশন বিবৃতিতে বলেন, তিনি চলতি সপ্তাহে জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনে দুইজনকেই আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন উইদোদো।  তিনি বলেন, আমি অবিলম্বে যুদ্ধ শেষ করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছি। শান্তিপূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত বলে আমি জোর দিয়েছি। ইন্দোনেশিয়া এই শান্তিপূর্ণ প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত বলেও জানিয়েছেন উইদোদো।

Comments (0)
Add Comment