মৃত্যুজনিত বীমার চেক হস্তান্তর: খাদেমপুরের মরহুম আব্দুল্লাহর পরিবার পেল ১ লাখ ৩১ হাজার ৯৯২ টাকা

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদেমপুর ইউনিয়নের মরহুম আব্দুল্লাহর পরিবারের হাতে মৃত্যুজনিত বীমার ১ লাখ ৩১ হাজার ৯৯২ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় চুয়াডাঙ্গা করপোরেট জোন অফিস প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়। চেক প্রাপ্ত নমিনি ফিরোজা খাতুন—মরহুম আব্দুল্লাহর স্ত্রী ও তিন সন্তানের জননী। অনুষ্ঠান শেষে তার হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড চুয়াডাঙ্গা করপোরেট জোনের ইনচার্জ (পিআরটি–১) মো. ওলিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইনচার্জ (পিআরটি–২) ও ঝিনাইদহ জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুরের এএমও ইনচার্জ মো. ইয়াসিন আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা করপোরেট জোনের জিএম ও ইনচার্জ মো. আবু বকর।

বক্তারা বলেন, বীমা খাতকে আরও জনবান্ধব ও সেবামুখী করতে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করছে। মৃত্যুজনিত বীমা একটি পরিবারের কঠিন সময়ে আর্থিক সুরক্ষা নিশ্চিত করে—এটি তারই প্রমাণ। তারা আরও বলেন, গ্রাহকের আস্থা বৃদ্ধিতে দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছ সেবা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠানটির অঙ্গীকার।

মরহুম আব্দুল্লাহর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় বীমা একটি দূরদর্শী সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও একইভাবে গ্রাহকদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

পরিশেষে অতিথিদের উপস্থিতিতে ফিরোজা খাতুনের হাতে ১,৩১,৯৯২ টাকার মৃত্যুজনিত বীমার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চেক গ্রহণের পর পরিবারের পক্ষ থেকে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়,এসময় উপস্থিত ছিলেন আব্দুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) ম্যানেজার, রবিউল ইসলাম সহকারি অধ্যক্ষ, ওদুদ শাহ ডিগ্রী কলেজ, দামুড়হুদা,
আব্দুল মান্নান, ব্রাঞ্চ ম্যানেজার ,প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ,
হাসনা জাহান খুশবু, এজিএম, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহ অনেকেই।