মেহেরপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম উজবেকিস্থানের রাষ্টদূত হলেন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম উজবেকিস্থানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ওই দেশের বাংলাদেশি রাষ্ট্রদূত মাসুদ মান্নানের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত।
জাহাঙ্গীর আলম ১৯৮৯ সালে বিসিএস ক্যাডারে যোগদান করে মাঠ প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অর্থ বিভাগের ইআর এর এশিয়া ও জেইসি অনুবিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি বাংলাদেশ-ভারত বিভিন্ন দ্বিপাক্ষীয় আলোচনায় আন্ত মন্ত্রণালয় প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। তিনি এলাস্ট চুক্তি সম্পাদনে বিশেষ ভূমিকা রাখেন। এই প্রথম মেহেরপুর জেলার কোন ব্যক্তি রাষ্ট্রদূত হিসেবে বাইরের দেশে যোগদান করলেন।

Comments (0)
Add Comment