মেহেরপুরে আগুনে দগ্ধ শিশু পেল সরকারি সহায়তা

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান। গতকাল সোমবার দুপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৪ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে চুলা থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ের ঘটনায় আট বছর বয়সী একটি শিশুর সামনের ৮ শতাংশ অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শরীরের অবনতি দেখা দিলে ২০২৪ সালের জুন মাসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাস থাকার চিকিৎসাধীন থাকার পর শরীরের উন্নতি দেখা দিলে, ব্যবস্থাপত্র দিয়ে ছাড়পত্র প্রদান করা হয়। তারপর থেকে প্রতি মাসে ঢাকাতে নিয়ে শিশুটিকে চেকআপ করাতে হচ্ছে এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ চলমান রয়েছে।
আগুনে দগ্ধ শিশুটির মা জানান, তার স্বামী একজন ইটভাটার শ্রমিক। সারাবছর ইটভাটার কাজ চলে না। কখনও কখনও তাকে পাখি ভ্যান চালিয়ে সংসার চালাতে হয়। সংসার চালাতে হিমশিম খেতে হয়ে থাকে তারপরেও রয়েছে মেয়ের ওষুধ কেনার চাপ। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কাছে ধার দেনা করে তিনি প্রায় তিন লাখ টাকা খরচ করে ফেলেছেন। এখনকো শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়নি, ওষুধ চলমান রয়েছে। আজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছ থেকে ১৫ হাজার টাকা পেয়ে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে মেয়ের চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন আগুনে দগ্ধ শিশুটির মা। তিনি শিশুটিকে বাঁচাতে এলাকার বিত্তবানদের কাছে ও সরকারি সহযোগিতার আরও কামনা করেছেন।