মেহেরপুর অফিস: র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সভাকক্ষে সিনিয়র নার্স আজিরন নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডা. মেহেদী হাসান, ডা. সউদ কবীর। আলোচনাসভায় বক্তব্য রাখেন আসাদুল হক। বেলায়েতুননেসা, সোনালী, মিলন শর্মা, মাইকেল, আসাদুল হক,ওয়াজেদ আলী প্রমূখ। আলোচনা সভা শেষে ষাট পাউন্ডের একটি বড় কেক কাটা হয়। এর আগে সিনিয়র নার্স আজিরন নেছার নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের পাথর গেট এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয় রালিতে অন্যদের মধ্যে আসাদুল হক, বেলায়েতুননেসা, সোনালী, মিলন শর্মা, মাইকেল, ওয়াজেদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।