মেহেরপুরে আরও একজন করোনা আক্রান্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ১৮ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস জানায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ৬টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় পাঁচ হাজার ১০৫ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৪২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৪৬ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৪৯ জন, গাংনী উপজেলায় ২২০ জন এবং মুজিবনগর উপজেলায় ৭৭ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন।
চিকিৎসাধীন বাকি ১৮ জনের মধ্যে সদরে ১২ জন, গাংনীতে দুজন এবং মুজিবনগরে চারজন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৬০ জন। যার মধ্যে সদর উপজেলার ৪৫ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুয়জন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।

Comments (0)
Add Comment