মেহেরপুরে একজনের করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ দিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২০ জন। নতুন আক্রান্ত একজন হলেন মেহেরপুর গাংনী উপজেলার বাওট গ্রামের গোরস্তান পাড়ার মিনারুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২০ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ২৯৪ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৩৪ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৪৭ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৮৮ জন, গাংনী উপজেলায় ২০৪ জন এবং মুজিবনগর উপজেলায় ৫৫ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন। চিকিৎসাধীন বাকি ২০ জনের মধ্যে সদরে চারজন, গাংনীতে তিনজন এবং মুজিবনগরে ১৩ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫১ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৭ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। মারা যাওয়া ১৬ জনের মধ্যে সদর উপজেলার আটজন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।

Comments (0)
Add Comment