মেহেরপুরে আরও একজনের করোনা পজেটিভ

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২৩ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১০ জনের ফলাফল মেহেরপুর পৌঁছায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৪ হাজার ৩৩ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫৯৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫১৫ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৭২ জন, গাংনী উপজেলায় ১৯৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৫০ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। চিকিৎসাধীন বাকি ২৩ জনের মধ্যে সদরে ৮ জন, গাংনীতে ৮ জন এবং মুজিবনগরে ৭ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৪৬ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৩ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।

 

Comments (0)
Add Comment