মেহেরপুরে কার্যকর সাক্ষরতা ও ব্যাবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণের উদ্বোধন

আমঝুপি প্রতিনিধি:মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সোমবার বিকাল চারটার দিকে আমঝুপি ফাজিল মাদরাসা হলরুমে কার্যকর সাক্ষরতা ও ব্যাবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমঝুপি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহবুব উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, মুজিব নগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ ও মেহেরপুর পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট মোছা,ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ সুরুজ্জামান। এই শিক্ষা কর্মসূচিতে দুটি ট্রেডে প্রায় ৪০ জন ছেলে ও মেয়ে অংশ গ্রহণ করছে।