মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৭৫ জন। নতুন আক্রান্তদের ৩ জনের মধ্যে দুজন গাংনী উপজেলার ও একজন মুজিবনগর উপজেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে গতকাল বিকেলে নতুন ৩৩ জনের ফলাফল মেহেরপুর পৌঁছায়। যার মধ্যে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। অন্যদের ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৭২৩ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪৩৭ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪৫ জন, গাংনী উপজেলায় ১৫২ জন এবং মুজিবনগর উপজেলায় ৪০ জন রয়েছেন। এছাড়া মারা গেছেন ১৩ জন। চিকিৎসাধীন ৭৬ জনের মধ্যে সদরে ২৩ জন, গাংনীতে ৩৮ জন এবং মুজিবনগরে ১৪ জন রয়েছেন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৫ জন এবং মুজিবনগর উপজেলার একজন রয়েছেন।

 

Comments (0)
Add Comment