মেহেরপুরে নতুন করে দুজন করোনায় আক্রান্ত

মেহেরপুর অফিস: মাঝে ২ দিনের বিরতি। তারপর আবারও মেহেরপুর জেলায় দেখা দিয়েছে করোনা ভাইরাস। যার জেরে মেহেরপুর জেলায় নতুন করে দুজন আক্রান্তের খোঁজ মিলেছে। জানা গিয়েছে সম্প্রতি করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিলো। সেই পরীক্ষার ফলে জানা গিয়েছে জেলায় দুজনের শরীরে করোনার জীবাণু রয়েছে।
গতকাল রোববার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুজনের মধ্যে একজন সদর উপজেলার ও অপর জন গাংনী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় বর্তমানে ৬ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। এর মধ্যে সদর উপজেলার একজন, গাংনী উপজেলার দুজন ও মুজিবনগর উপজেলার ৩ জন। এছাড়াও জেলায় এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ৬৭০ জন বাড়ি ফিরেছে এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। নতুন করে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সবাই সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন।

Comments (0)
Add Comment