মেহেরপুরে সাতজনের দেহে করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ২৩ জন। নতুন আক্রান্ত সাতজনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার পাঁচজন ও গাংনী উপজেলার বাসিন্দা দুজন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ২৪ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে সাত জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৫ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৮৬ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৯২ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৮০ জন, গাংনী উপজেলায় ২২৭ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। বাকি চিকিৎসাধীন ২৩ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১৭ জন ও গাংনীতে ৬ জন রয়েছেন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলায় দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।

Comments (0)
Add Comment