মেহেরপুরে ২৪ ঘন্টায় আরও ৫ জন করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গেলো ২৪ ঘন্টায় মেহেরপুরে আরো ৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৭৭ জন। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জন গাংনী উপজেলার ও একজন মুজিবনগর উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২৪ জনের ফলাফল মেহেরপুরে পৌঁছে। যার মধ্যে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৭৪৭ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫৩০ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৪৪০ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪৬ জন, গাংনী উপজেলায় ১৫২ জন এবং মুজিবনগর উপজেলায় ৪২ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। বাকি চিকিৎসাধীন ৭৭ জনের মধ্যে সদরে ২৩ জন, গাংনীতে ৪২ জন এবং মুজিবনগরে ১২ জন রয়েছেন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৫ জন এবং মুজিবনগর উপজেলার একজন রয়েছেন।

Comments (0)
Add Comment