মেহেরপুরে ৪ জন করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘন্টায় মেহেরপুরে ৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ দিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা মাত্র ১৬ জন। নতুন আক্রান্ত মেহেরপুর সদর উপজেলার ২ জন ও ২ জন গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৭ জনের ফলাফল মেহেরপুর পৌঁছে। যার মধ্যে ৪ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৪ হাজার ৭৯ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬০৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫২৮ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৭৭ জন, গাংনী উপজেলায ২০১ জন এবং মুজিবনগর উপজেলায় ৫০ জন রয়েছেন।

এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। চিকিৎসাধীন বাকি ১৬ জনের মধ্যে সদরে ৭ জন, গাংনীতে ২ জন এবং মুজিবনগরে ৭ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৪৬ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৩ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।

Comments (0)
Add Comment