মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ ম-ল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুল আলম, জজ কোর্টের বিজ্ঞ পিপি সাইদুর রাজ্জাক, জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম সিরাজুম মুনির, জেলা জামায়েত ইসলামির আমির তাজ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, র্যাবের প্রতিনিধি হুমায়ুন কবীর, জেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদ আরিফুল এনাম বকুল,ব্রাকের প্রতিনিধি মনিরুল হায়দার প্রমুখ ও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আরও বেশ কয়েকটি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেমন জেলা মানবপাচার প্রতিরোধ কমিটি, জেলা এসিড মামলা মনিটরিং কমিটিসভা, জেলা চোরা চালান প্রতিরোধ কমিটি সভা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি,জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিসভা অনুষ্ঠিত হয়েছে।