দর্শনা অফিসঃ দীর্ঘ সাড়ে ৭ বছরেরও বেশী সময় পর দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টা পর্ষদ। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গোপন ব্যালোটের মাধ্যমে ভোটাধীকারের প্রয়োগ করতে পারবে ভোটাররা। দর্শনা ডিএস সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসা ভোট কেন্দ্রে ৪টি বুথে ৮৭০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারবে। শান্তিপূর্ণ ও সুষ্টু পরিবেশে নির্বাচন সম্পন্ন করণের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভোট গ্রহনের ঠিক ৩২ ঘন্টা আগে অর্থাৎ গত পরশু বুধবার রাত ১২ টার পর থেকে প্রার্থীদের সকল ধরনের প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন পরিচালনা পর্ষদ। তবুও থেমে থাকেনি প্রার্থীরা। কৌশলে গোপনে প্রচারণা চালিয়েছেন। প্রার্থীরা দীর্ঘ প্রচারনার পর মাঠ গুছিয়েছেন নিজের মতো করেই। এরই মধ্যে নিদৃষ্ট দুরত্ব বজায় রেখে প্রার্থীরা করেছেন নির্বাচনী ক্যাম্প। এবারের নির্বাচনে ১৩ টি পদের বিপরিতে ৩১ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। সভাপতি পদে দ্বিমুখি লড়াই হলেও সাধারণ সম্পাদক পদে লড়াই হতে পারে ত্রিমুখি। এ নির্বাচনে সভাপতি পদে প্রতদ্বিন্দ্বিতা করছেন সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন (চেয়ার)। নতুনদের মধ্যে রয়েছেন লুতফর রহমান (মই) ও তারিকুল ইসলাম জুয়েল (চশমা) প্রতীকে। সাধারণ সম্পাদক পদে ৩ জন পুরণো হলেও ২ জন রয়েছেন নতুন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন রতন (প্রজাপতি) সাবেক সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান বাবু (চাঁদতারা), গত নির্বাচনে পরাজিত প্রার্থী সেলিম মেহমুদ লিটন (বাই সাইকেল) নতুনদের মধ্যে রিয়েল ইসলাম লিওন (ছাতা) ও নাসির উদ্দিন খান হাসু (সূর্যমুখি ফুল) প্রতীকে। সহসভাপতি পদে আবুল বাসার (মোড়গ) আরিফুল ইসলাম জয়নাল (কলস) ও রিন্টু জামান (মাছ) প্রতীকে। সহসাধারণ সম্পাদক পদে সাংবাদিক আবিদ হাসান রিফাত (হরিণ) ও শরিফুল আলম (আনারস) প্রতীকে। কোষাধ্যক্ষ পদে সাবেক কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন (টিউবওয়েল) ও মিজানুর রহমান (দেয়ালঘড়ি) প্রতীকে। দপ্তর সম্পাদক পদে সাবেক দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (টেবিল) ও কালু মিয়া (হারিকেন) প্রতীকে। এ ছাড়া ৭টি ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডের সদস্য পদে ফরজ আলী (কাঠাল) ও মোঃ শরিফ (পেয়ারা) প্রতীকে। ২ নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম (মোবাইল) ও হারেজ উদ্দীন (সেলাই মেশিন) প্রতীকে। ৩ ও ৪ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় যথাক্রমে আব্দুল এবং শামীম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫ নং ওয়ার্ডে ওয়াসিম (ফুটবল) ও মেহেদী হাসান (বেলচা) প্রতীকে। ৬ নং ওয়ার্ডে হানিফ খা (আম) ও আজিজুল ইসলাম আজিজ (পানপাতা) প্রতীকে। ও ৭ নং ওয়ার্ডে হাবিব শিকদার (জবাফুল), সাইদুর রহমান টুটুল (উড়োজাহাজ) ও আজাহার খান ঝন্টু (চায়েরকাপ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১৮ সালের ২০ এপ্রিলে। তিন বছরের ওই কমিটি দায়িত্ব পালন করেছে ৭ বছর ১ মাস ৫ দিন। ফলে চলতি বছরের ২৫ মে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ। ১১ সদস্যের এ উপদেষ্টা পরিষদের কাছে দায়িত্ব-ভার বুঝিয়ে দিয়ে বিদায় নেয় ওই কমিটির নেতৃবৃন্দ। ১১ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান, সদস্য সচিব সাংবাদিক জাহিদুল ইসলাম, দপ্তর উপদেষ্টা সাংবাদিক এফএ আলমগীর, আইন উপদেষ্টা এ্যাড. শাহিনুর আলম, অর্থ উপদেষ্টা মোমিনুল ইসলাম, সদস্য ইকবাল হোসেন, হাজি হাফিজুর রহমান, আজিজুল হক, ফারুক হোসেন, মনির হোসেন ও সাংবাদিক হানিফ মন্ডল।