সাতক্ষীরায় নানা বাড়ি বেড়াতে এসে বজ্রপাতে নাতির মৃত্যু

ফারুক রাজ, সাতক্ষীরা :
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি৷করোনায় স্কুল বন্ধ। ছুটি। হাতে অঘাত সময়। এ সুযোগকে কাজে লাগাতেই নানাবাড়ি বেড়াতে এসেছিলো ১৪ বছরের সজিব। বেড়াতে আসাই যে কাল হবে কে জানতো? শুক্রবার গুড়িগুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতে প্রাণ হারালো সে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা পানিকাউরিয়া মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। এ গ্রামেরই গাজীর নাতিছেলে সজিব (১৪)।
নিহত যুবক উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর পূর্বপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে সজীব৷ সে খের্দ্দ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র৷

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল থেকেই এ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল৷ এমন অবস্থায় বৃদ্ধ নানা-নানি মাঠ থেকে তিল তুলে বাড়িতে আনছিল৷ তা দেখে নাতি ছেলে সজীব তাদের কাজের সহযোগিতায় কাটাখাল মাঠে থেকে তিল তুলে যে বাড়ি সংলগ্ন আসতেই বজ্রপাতের ঘটনাটি ঘটে এবং সেখানে মৃত্যুবরণ করে৷ পরিবার সূত্রে আরো জানা যায়, তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা সজীবকে মৃত বলে ঘোষণা করে৷ জোহরের নামাজের পর নানা বাড়ি পানিকাউরিয়াতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে৷ পরে নিজ বাড়ি দলুইপুর গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়ে সমাধিস্থ করা হবে৷ এঘটনায় নানা নানি আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতাম বইছে৷ সকলে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন৷

Comments (0)
Add Comment