সোনা চোরাচালানের অভিযোগে চলতি বছরের মার্চে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী রানিয়া রাও। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে রানিয়াকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
চলতি বছরের ৩ মার্চ দুবাই থেকে ভারত ফেরেন রানিয়া। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর কাছে ১৪ কেজির বেশি সোনা পাওয়া যায়। যেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এরপরই তাকে গ্রেফতার করে কর্তৃপক্ষ।
রানিয়ার সঙ্গে আরও তিনজনকে একই অপরাধে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে চার অভিযুক্তের হাতে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিজনকে ২৫০ পৃষ্ঠার নোটিশ ও ২ হাজার ৫০০ পৃষ্ঠার সংযুক্তি—সব মিলিয়ে মোট ১১ হাজার পৃষ্ঠার নথি দেওয়া হয়েছে।
এক কর্মকর্তা জানান, বাজেয়াপ্ত সোনার বাজারদর ও শুল্ক ফাঁকির অঙ্ক হিসাব করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তবে এটি কেবল আর্থিক জরিমানা; মামলার কার্যক্রম আইন অনুযায়ী চলবে।
চলতি বছরের জুলাইয়ে রানিয়া রাওকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টে শুনানি শেষে পরবর্তী তারিখ ১১ সেপ্টেম্বর ধার্য করা হয়।
২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় রানিয়ার। শুধু কন্নড় সিনেমা নয়, ২০১৬ সালে ‘ওয়াঘা’ নামের একটি তামিল সিনেমাও করেন রানিয়া।