স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত স্পর্ট ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে চুয়াডাঙ্গা ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে মাঝেরপাড়া একাদশকে পরাজিত করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে উভয় দল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি আক্রমণ করতে থাকে। মুহুর মুহুর আক্রমণে একে অপরের বিরুদ্ধে একাধিক সুযোগ পেলেও কেউ কারো জালে বল প্রবেশ করাতে পারেনি। তবে প্রথমার্ধের শেষ দিকে চুয়াডাঙ্গা মাঝেরপাড়া একাদশের পক্ষে সবুজ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ফাইভ স্টার ক্লাব দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় চুয়াডাঙ্গা ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাবের পক্ষে নাজমুল কাউন্টার এটাক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায়। দ্বিতীয় আর্ধের বাকি সময়টুকুতে উভয় দল একে অপরের বিরুদ্ধে আক্রমণ ধার বাড়ালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার বাইলজ অনুসারে ট্রাইবেকার পদ্ধতিতে ফলাফল নিশ্চিত করা হয়। টাইব্রেকারে ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব ৪-৩ গোলে চুয়াডাঙ্গা মাঝেরপাড়া একাদশকে পরাজিত করে। বিজয়ী ফাইভ স্টার ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করে দলীয় অধিনায়ক হাসান, সাদিক, মনি, অর্পণ,রিয়াজ, রাফেজ, দিগন্ত, হোসেন আলী, প্রান্ত,চান্দু, মানিক ও সজীব। ফাইভ স্টার ক্লাবের ম্যানেজার ও পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন জুয়েল মাহমুদ ও দলের কোচ ছিলেন এস এম মিলন। শক্তিশালী মাঝেরপাড়া একাদশকে পরাজিত করায় ফাইভ স্টার ক্লাবের ম্যানেজার কাম পরিচালক সাবেক ক্রিকেটার জুয়েল মাহমুদ সকল খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানান। গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ’র সহ-সভাপতি ও জেলা ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ইমরান হুসাইন, টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য টাউন ফুটবল মাঠ বয়েজ নামে পরিচিত সাগর, অপূর্ব, পুলক, নাজিম ও খোকন। গতকালের ম্যাচটি পরিচালনা করেন জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য রফিকুন নবী রিয়ান। টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ৫ ও ৬ই আগস্ট এ দুদিন কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।