স্মৃতি প্যাথলজিসহ তিন প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালিত হয়। প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকাসহ পরীক্ষা-নিরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় স্মৃতি প্যাথলজি, তিশা এক্সরে ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আদালতসূত্রে জানা গেছে, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর হাসপাতাল সড়কে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদিকুর রহমান। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকাসহ পরীক্ষা-নিরীক্ষার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩ ধারায় স্মৃতি প্যাথলজি, তিশা এক্সরে ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ১৭ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান। আরও সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার সোবহান আলী, অফিস সহায়ক আরমান আলীসহ সদর থানা পুলিশ।

Comments (0)
Add Comment