করোনাভাইরাসে পুলিশের ৬৭৭ জন আক্রান্তের মধ্যে মৃত্যু বেড়ে ৫

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। এ দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫জন। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী এসআই সুলতানুল আরেফিনের মৃত্যু হয়। সুলতান পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় সুলতানের মরদেহ শনিবারেই গ্রামের বাড়ি নেয়ার প্রক্রিয়া করা হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে পুলিশের এসআই নাজির উদ্দীন (৫৫), এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্দিন করোনাভাইরাসে মানা যান। পুলিশ সদরদপ্তর বলছে, দুই লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনীতে এ পর্যন্ত ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরেই আক্রান্ত হয়েছেন ৩২৮ জন।

Comments (0)
Add Comment