দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত : দুই ব্যবসায়ীর জরিমানা

ভ্রাম্যমাণ / কার্পাসডাঙ্গা প্রতিনিধি :– দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ৷ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে  সচেতনতা বুদ্ধি ও অযথা দোকানে ভিড় করার অপরাধে দুজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা  ১১ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মহিউদ্দিন।   ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে মহামারী  করোনা ভাইরাস  ১৮৬০ সালের আইনের ২৬৯ ধারায় কার্পাসডাঙ্গা বাজারের জি-রহমানিয়া মার্কেটের আব্দুল্লাহ গার্মেন্টসের  মালিক  রফিকুল ইসলাম কে ২হাজার ও একই ধারায়  হাজি মার্কেটের ফ্যাশান হাউজের মালিক শাহাবুদ্দিন কে ২হাজার টাকা জরিমানা করেন  ও ব্যবসায়ীদের কে সতর্ক করে দেওয়া হয় ৷ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের পেশকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার এ এসআই আশেক সহ পুলিশ সদস্যবৃৃন্দ ৷
Comments (0)
Add Comment