কুষ্টিয়ায় ১৮ জুন থেকে যেসব এলাকা থাকবে লকডাউন

কুষ্টিয়া প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রামণ রোধে কুষ্টিয়ার যেসব এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি তা চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে সেসব এলাকা আগামী ১৮ জুন বুধবার থেকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলার যেসব এলাকা লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো-কুষ্টিয়া পৌরসভার আটটি ওয়ার্ড ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন, ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন।
সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির সদস্যরা।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, সভায় আগামী বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে এই রেড জোন চিহ্নিত এলাকা গুলোকে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) এ নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

Comments (0)
Add Comment