চুয়াডাঙ্গায় বৃষ্টি : কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গায় বজ্রপাতের দুই কৃষক আহত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গার বাটকিমারি মাঠে বজ্রপাতে দুই কৃষক আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকাল ৪ টার দিকে বজ্রপাত হলে মাঠে কর্আমরত কৃষকেরা আহত হন।
স্থানীয়রা জানায়, উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত মোঃ বশির আহম্মেদ ভোলার ছেলে কৃষক মোঃ মিঠু (৫২) ও একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫১) কানাইডাঙ্গা বাটকিমারি মাঠে নিজেদের হালের বলদ নিয়ে মাঠে যায়। এসময় মুষলধারে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। মাঠে বজ্রপাত হলে কৃষক মিঠু ও রশিদ আহত হয়। এসময় মাঠের কৃষকরা তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বজ্রপাতে আহতদের পরিবারের লোকজন জানান, দুপুরের পর হালের বলদ নিয়ে মাঠে যায় তারা। এসময় আকস্মিক বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজন আহত হয়। বজ্রপাতে আহত দুই জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে। বর্তমানে বজ্রপাতে আহত দুই কৃষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান।
এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকায় অব্যাহত রয়েছে বৃষ্টি।
Comments (0)
Add Comment