রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক।

মর্মান্তিক এ ঘটনা সারা দেশে শোকের মাতম সৃষ্টি করেছে। কোমলমতি শিশুদের এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারকারাও। তাদেরই একজন অভিনেত্রী শাহানাজ খুশি।

মঙ্গলবার (২২ জুলাই) সকালের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিমান বিধ্বস্ত নিয়ে একটি পোস্ট দেন এ অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘আমার ধারণা, কোনো মানুষ কাল রাতে ঘুমাতে পারে নাই। সব মা-বাবা ও অনুভূতি সম্পন্ন মানুষ অসহায়ভাবে জেগে ছিল। সবার গলার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কালো ধোঁয়া দলা পাকিয়ে আছে, সেটা না পারা যায় গিলতে, না পারা যায় সহ্য করতে!’

তিনি আরও লেখেন, ‘ঢাকা শহরে সন্তান জন্ম দেয়া মা-বাবা সবচেয়ে বড় অসহায়।কেউ কল্পনাও করতে পারে না সে মা-বাবার সার্বক্ষণিক যুদ্ধ। যে মা-বাবার অর্থনৈতিক হিসাব কষে চলতে হয়, রিকশা/সিএনজি/ বাসে চড়তে হয়, তাদের জীবন আরও দ্বিগুণ কঠিন। বাচ্চার জন্মের পর থেকেই ভাবতে হয়, কোন স্কুলে পড়াতে পারব, কীভাবে ভর্তি করব, বাসা সেখান থেকে কতটা দূরে, যাওয়া আসা কীভাবে হবে, উপার্জনের সঙ্গে মিলবে কিনা- সব ইত্যাদি বিষয় বিশদভাবে।’

শাহানাজ খুশি লেখেন, ‘ভর্তি করতে পারলে এক রকম, না পারলে অন্যরকম কষ্ট। স্কুল, কোচিং বিজনেস, সামাজিকতা, ঘরকন্না সব মিলিয়ে জীবনের সব দুয়ার বন্ধ হয়ে যায়।সন্তানের যাবতীয় প্রয়োজনেই তখন হয় মা বাবার সূর্যোদয়-সূর্যাস্ত। পিতামাতা হবার যে অপার স্বপ্নের আনন্দ, স্কুল-কলেজ- কোচিং এর টাকা গুনতে গুনতে ঝাপসা সব হয়ে যায়। সব মা বাবাকেই যুদ্ধ করতে হয়, কিন্তু ঢাকা শহরের মা বাবার জীবনে সন্তান ছাড়া দম নেবার কোনো জায়গা নাই। তাদের নানান দুর্ভাবনার মধ্যে কিছুক্ষণের ভাবনার থেকে মুক্তির জায়গা হল স্কুল। সেখানে বাচ্চাদের দিয়েই কেউ কাজে ছুটে যায়,বাজারে যায়, ঘড়ির কাঁটার সাথে দৌড়ে সব দায়িত্ব শেষ করার চেষ্টা করে, অতঃপর আবার দৌড় স্কুলে-কোচিং এ……..এ বাঁচার মানে কেউ বুঝবে না! কেউ জানে না মা- বাবার সন্তানেই কোনো পূর্ণতা অথবা সন্তানেই কি অপার শূন্যতা! অল্প কিছুদিনে মধ্যে বরাবরের মতোই সবাই সব কিছু ভুলে যাবে। স্বাভাবিক ভাবেই চলবে সব। শুধু মা বাবার বুকেই জ্বলবে এই আগুন আমৃত্যু!’

পোস্টের শেষে এই অভিনেত্রী লেখেন, ‘মাইলস্টোন স্কুলের স্বপ্ন পোড়া ধোঁয়া তাদের নিঃশ্বাস থেকে, চোখ থেকে কোনো দিন সরবে না! আহা রে আমাদের কলিজা ছেঁড়া ধন! হায় রে আমাদের মা-বাবার হবার আজন্ম অসহায়ত্ব!’