মেহেরপুরে যাত্রাপালা ‘জননীর স্বপ্ন পূরণ’ মঞ্চায়িত

মেহেরপুর অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘গণজাগরণে শিল্প আন্দোলন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এই সেøাগানকে সামনে নিয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উন্নয়নমূলক যাত্রাপালা ‘জননীর স্বপ্ন পূরণ’ মঞ্চায়িত হয়েছে। গতকাল বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাত্রাপালা ‘জননীর স্বপ্ন’ মঞ্চায়িত হয়। গাংনী সীমান্ত অপেরার পরিবেশনায় বাংলাদেশ যাত্রা শিল্প ও উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে এর রচনায় জননীর স্বপ্ন পূরণ এ জননী চরিত্রে বেদানা রানী, সেতু মন্ত্রীর চরিত্রে আব্দুর রাজ্জাক, দেশপ্রেমিক যুবক আলিম চরিত্রে আকবর আলী, আলিনুরের চরিত্রে মহিদুল ইসলাম মুহিত, দুষ্কৃতিকারীর মকবুল চরিত্রে শরিফ উদ্দিন খান্ডু, কালাম চরিত্রে কামাল হোসেন, পদ্মপুরী চরিত্রে আশা খাতুন, বিবেক চরিত্রে নজরুল ইসলাম প্রমুখ অভিনয় করেন। এর আগে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম অলড্রাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ, প্রধান শিক্ষক স্বাস্বত নিপুন চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. শামীম হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন প্রমুখ।