দর্শনায় আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবসে জেলা পরিষদ প্রশাসক মঞ্জু

হরিজনদের প্রতি কোনো প্রকার বৈষম্যের সুযোগ নেই
দর্শনা অফিস: বর্ণ-বৈষম্য নিরোধে নাগরিক সমাজে ভূমিকা শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন, দামুড়হুদা উপজেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি শ্রী রামু বাশফোড়। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রসাশক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশের সংবিধানে হরিজনদের প্রতি কোনো প্রকার বৈষম্যের সুযোগ নেই। তবে বাস্তবতাও চিন্তা করতে হবে। হরিজনদের এগিয়ে আসতে হবে নিজেদের অধিকার আদায়ে। শিক্ষা অর্জনের পাশাপাশি সামাজিক কু-সংস্কার পরিবর্তন করে নিজেদের পরিস্কার-পরিচ্ছন্ন থাকাসহ সাধারণ মানুষের সাথে মিশে সামাজিক বৈষম্যের প্রাচির ভাঙতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম বলেন, হরিজনদের বিভিন্ন ভাতা’র আওতার আনাসহ কলোনিতে টয়লেট উন্নয়ন ও বেতন বৃদ্ধির ব্যবস্থা করবো। আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস-২০১৫ উপলক্ষে ফেয়ার ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার যৌথ আয়োজনে এবং এনএনএমসি, হেক্সের সহযোগিতায় বক্তব্য রাখেন- বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু কৃষ্ণলাল, ফেয়ার অ্যাডভোকেসি গ্রুপের দর্শনার টিম লিডার পৌর কাউন্সিলর এনামুল কবির, পরিচালক দেওয়ান আখতারুজ্জামান প্রমুখ। ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্মল চন্দ্র দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন পান্নালাল বাশফোড়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ও কেএম আলম, হারিসুল আলম জনি।