আজকের শিক্ষার্থীই হবে আগামীদিনের দেশ গড়ার কারিগর

চুয়াডাঙ্গা মোমিনপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে টোটন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মোমিনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল রোববার বিকেল ৫টার সময় নীলমণিগঞ্জ ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজিদ, বাবলু মেম্বারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। সভাপতিত্ব করেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মামুন রতন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, একাত্তরে একটি রক্তক্ষয়ী সংগ্রাম ও অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিলো। আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে। পঞ্চাশ বছরে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রেই বিশ্বের বিস্ময় হয়ে উঠেছে। এখন দেশকে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেয়ার কাজ নতুন প্রজন্মে নিতে হবে। আজকের শিক্ষার্থীই হবে আগামীদিনের দেশ গড়ার কারিগর। মনোযোগ দিয়ে লেখাপড়া করে সকল শিক্ষার্থীকেই আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More