আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে শাপলা ফুড প্রোডাক্টাস ও ডুমুরিয়া গ্রামে মেসার্স ভাই ভাই ট্রেডার্সেও মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাদের কাছ থেকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মদ এ পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়ায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ভোক্তদের মাঝে সরবরাহ, ট্রেড লাইন্সেস ও বিএসটিআই অনুমোদন না থাকা ও স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিতারনের অভিযোগে শাপলা ফুড বেকারির মালিক মোল্লা আবুল বাসার খোকনকে ভোক্তা অধিকার আইনের ৩৭/৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও ৩ দিন প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। অভিযানকালে বেকারি থেকে খাদ্য অনুপযোগী লবণ ও বিস্কুট জব্দ করে ধ্বংস করা হয়। অপরদিকে বেলা ১১টার দিকে ডুমুরিয়া গ্রামে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক রবিউল ইসলামকে ভোক্ত অধিকার বিরোধী কার্য ও অপরাধ করায় ৩৭/৫১ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানেটারি কর্মকর্তা আনিছুর রহমান ও চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকাস দল।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ