আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বৈদেশিক কর্মসংস্থান আইন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত ডাউকি গ্রামের তুষার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তুষারকে আনন্দধান কালিমন্দির এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার ডাউকি গ্রামের মৃত ইছাহক আলী মাস্টারের ছেলে তুষার (৩৫) দীর্ঘদিন ধরে আদম ব্যবসা করে আসছিলেন। আলমডাঙ্গাসহ আশপাশ এলাকার বেশকিছু লোকের নিকট থেকে বিদেশে ভালো বেতন ও ভাল চাকরির লোভ দেখিয়ে টাকা নেয়। তুষার তার নিজ গ্রামের দুজনের নিকট থেকেও কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে বিদেশ পাঠাতে না পারলে ১৬ সালের ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় বৈদেশিক কর্মসংস্থান আইনে তুষারের নামে মামলা দায়ের করে। ওই মামলায় চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল আদালত তুষারকে ৩ বছরের সাজা প্রদান করে। সাজা হওয়ার পর দীর্ঘদিন তুষার পালিয়ে বেড়াচ্ছিলো। ১৪ জুন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত এমএম সেলিম ও এএসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা আনন্দধাম ক্যানেলপাড়া কালিমন্দির এলাকা থেকে তুষারকে গ্রেফতার করে নিয়ে আসে। ১৪ জুন সোমবার আটকের পরপরই তাকে আদালতে প্রেরণ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ