করোনা ভাইরাস সচেতনতায় প্রফেসর ডা. মেহেদীর মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ করেছেন। গতকাল রোববার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা হাসপাতাল রোড, হাসপাতাল মোড়, কলেজ রোড, সিনেমা হল রোড, বেলগাছি রেলগেটসহ শহরের বিভিন্ন স্থানে তিনি এ সচেতনতামূলক কার্যক্রম করেন।

মাস্ক বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। মাস্ক মানুষকে জীবাণু প্রতিরোধে সহায়তা করতে পারে। করোনা বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় চিকিৎসকের পরামর্শকে গ্রহণ করে জীবনযাপন করতে হবে। মাস্ক বিতরণকালে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More