কুমারখালী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে বালু উত্তোলন অবস্থায় মাঝি ও ড্রেজার চালকসহ আটজনকে আটক করা হয়।
আলী হোসেন উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বজলুর রহমানের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন যাবত সুলতানপুর বেলতলা নামক স্থান থেকে আলী হোসেন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করে নৌ পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- দৌলতপুরের রুবেল শেখ, ভেড়ামারার রাজা ও রুবেল আলী,ঈশ্বরদীর বিজয় কুমার হালদার ও নুরুজ্জামান, মিরপুরের তাজমহল ও কয়ার সবুজ শেখ।
এ বিষয়ে নৌ পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছিলেন তারা। এ তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে তাদেরকে বালু উত্তোলন অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More