কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে ভাড়াটিয়ার ছেলে আটক
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ৮ বছর বয়সী কেজি শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই বাড়ির ভাড়াটের ছেলে ফারহান রহমান দীপ (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় মিরপুর থানা পুলিশ দীপকে আটক করেছে। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে মিরপুর থানা পুলিশ ফারহান রহমান দীপকে আটক করে। আটককৃত দীপ চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার তাইফুর রহমান উজ্জলের ছেলে। তারা সপরিবারে দক্ষিণ কাটদহ এলাকার ভুক্তভোগীর বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। স্কুলছাত্রী কুষ্টিয়া শহরের আলিয়া বেগম মডার্ন স্কুলের কেজি শ্রেণির ছাত্রী। মায়ের দেয়া অভিযোগসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার তাইফুর রহমান উজ্জ্বল তার সপরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতো। রোববার সন্ধ্যায় উজ্জ্বলের ছেলে দীপ আমার মেয়েকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় সে অসুস্থ অবস্থায় নিজের ঘরে এসে আমাকে ধর্ষণের পুরো ঘটনাটি জানায়।
মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফারহান রহমান দীপকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।