কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় খোকসায় বিষাক্ত সাপের কামড়ে জয়নব বেগম (৪৮) এবং কামরুন্নাহার (২৭) নামের একই পরিবারের দুই নারী নিহত হয়েছেন। তারা দুজনে সম্পর্কে বউ-শাশুড়ি। সোমবার মধ্যরাতে খোকসার জয়ন্তীহাজরা এলাকায় নিজ ঘরে তাদের দুজনকে সাপে কামড় দেয়। পরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাদের দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন-খোকসার জয়ন্তীহাজরা এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী জয়নব বেগম এবং তাদের পুত্রবধূ হাবিবুল বাশারের স্ত্রী কামরুন্নাহার। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৈয়দ আশিকুজ্জামান জানান, সোমবার দিবাগত মধ্যরাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কামরুন্নাহারকে সাপে কামড় দিলে সে চিৎকার করে। এ সময় পুত্রবধূর চিৎকারে ঘরে ছুটে আসে কামরুন্নাহারের শাশুড়ি জয়নব বেগম। এ সময় তাকেও সাপে কামড় দেয়। পরিবারের লোকজন রাতে তাদের দুজনকে স্থানীয় সাপুড়ে/ওঝার কাছে নিয়ে যায়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে কামরুন্নাহার মারা যান। এবং হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নব বেগম। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।