গাংনীতে গাঁজাসহ একজন গ্রেফতার
গাংনী প্রতিনিধি: গাংনীতে ১শ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মড়কা বাজার থেকে তাকে আটক করা হয়। আব্দুস সালাম গাংনী উপজেলার গোপালনগর গ্রামের নবীছদ্দীনের ছেলে। পরিবারের দাবি সে ষড়যন্ত্রের শিকার।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান পরিচালনা করেন। এসময় আব্দুস সালামের মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বহনের অপরাধে সালামে গ্রেফতার করে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যেহেতু তার মোটর সাইকেলের সিটের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
সালামের পরিবারের দাবির বিষয়ে তিনি বলেন, ঘটনাটির সঠিক তদন্তের মাধ্যমে চার্জশিট দেয়া হয়। নিরপরাধ কাউকে ফাঁসাবে না পুলিশ।