সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আ,লীগের হাসানুজ্জামান হাসান মেম্বার ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের মিঠু গ্রুমের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাসানুজ্জামান হাসান মেম্বার ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক মিঠু কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান খুটিনাটি বিষয় নিয়ে কুতুবপুর ইউনিয়নের আ,লীগের ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বার হাসানুজ্জামান হাসান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক মিঠু মধ্যে বিরোধ চলে আসছে,না অন্য বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটির এক পর্যায়ে বিরোধ হামলা পাল্টা হামলায় রুপ নেই।,এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে দু গ্রুমের প্রধান হাসানুজ্জামান হাসান মেম্বার ও ছাত্রলীগ নেতা মিঠু কে গ্রেফতার করে পরিবেশ শান্ত করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের আবু হোসেনের ছেলে কুতুবপুর ইউপির ৯নং ওয়ার্ড আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান ও একই উপজেলার কুতুবপুর ইউনিয়ন দশমী গ্রামের জবেদ আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক মিঠু ।
এ ব্যপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান বিষয়টি জানান সাথে সাথে আমিসহ সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের হাসান ও মিঠু কে গ্রেফতার করি।তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।