চুয়াডাঙ্গার হিজলগাড়ী ফার্মপাড়ায় দেনার দায়ে গরু ব্যাপারির আত্মহত্যা
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী ফার্মপাড়ায় দেনার দায়ে গরুর ব্যাপারী ইনছান আলী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। পরিবারজুড়ে বইছে শোকের মাতম।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী ফার্মপাড়ায় সমসের আলীর ছেলে দু’সন্তÍানের জনক গরুর ব্যাপারী ইনছান আলী গতকাল বুধবার বেলা ৩টার দিকে বাড়ির পেছনের আমবাগানে গিয়ে বিষপান করে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেবার পথে তার মৃত্যুর হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় গরুর ব্যবসা করতে গিয়ে ইনছান আলী দেনায় জড়িয়ে যায়। প্রতিদিন পাওনাদারদের চাপে থাকেন তিনি। পাওনাদারদের হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের লোকজন ময়না তদন্তছাড়াই লাশ বাড়িতে আনার চেষ্টা চলছিলো। হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই তাপস সরকার বলেন, প্রাথমিক তদন্তে জানাগেছে মূলত দেনার দায়ে তিনি আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।