চুয়াডাঙ্গায় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা আহ্বায়ক আব্দুস সাত্তার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ। বক্তারা ক্রমবর্ধমান সন্ত্রাস দুর্নীতি পুঁজিবাদ সা¤্রাজ্যবাদ মৌলবাদ জঙ্গিবাদ প্রতিহত করে দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার মাধ্যমে শ্রমজীবী জনগণের সংকট নিরসনের লক্ষ্যে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে তারা বর্তমানে দলের ছয়জন ছাত্র কমরেডসহ কারাগারে আটক কমরেডদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেন। সভার শুরুতে গত সাত দশকে আন্দোলন সংগ্রামে শহীদ সকল সহযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে লাল পতাকা শোভিত এক মিছিল শহরের সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৬ মার্চ সিপিআই-এর দ্বিতীয় কংগ্রেসে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করা হয়। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির চতুর্থ সম্মেলনে স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে। প্রেসবিজ্ঞপ্তি

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More