চুয়াডাঙ্গায় করোনায় মানবিক সহায়তা হিসেবে ১৮৫ মেট্রিক টন চাল ও ৯ লাখ টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার: মহামারী করোনায় মানবিক সহায়তা হিসেবে চুয়াডাঙ্গায় ২০২১-২০২২ অর্থবছরে চার পৌরসভায় ৪০ মেট্রিক টন চাল ও ৪ লাখ টাকা এবং চার উপজেলায় ১৪৫ মেট্রিক চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা প্রশাসকের ত্রাণ শাখার মাধ্যমে এ বরাদ্দ প্রদান করেছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে চুয়াডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা পৌরসভা, দর্শনা পৌরসভা ও জীবননগর পৌরসভায় ১০ মেট্রিক টন করে মোট ৪০ মেট্রিক চাল এবং ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে।
অপরদিকে, মহামারী করোনায় মানবিক সহায়তা হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪০ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা, আলমডাঙ্গা উপজেলায় ৫৫ মেট্রিক টন চাল ও ২ লাখ টাকা, দামুড়হুদা উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা এবং জীবননগর উপজেলায় ২৫ মেট্রিক টন ও ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More