চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা জ্যাকির উদ্যোগ সুবিধা বঞ্চিত রোজাদারদের মাঝে সেহরি বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার পরে বড় বাজার, কোর্ট মোড়, রেলওয়ে স্টেশন, শহীদ আবুল কাশেম সড়ক, হাসপাতাল, টার্মিনাল, কোর্ট মোড়সহ চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে প্রায় ১০০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়। বিশেষত রাতে যে সকল নাইট গার্ড, সুবিধা বঞ্চিত মানুষ থাকেন তাদের জন্যই এ বিশেষ উদ্যোগ নেয়া হয়। এছাড়াও শহরের বিভিন্ন পাড়ার সুবিধাবঞ্চিত অসহায় মানুষদেরকেও এ সেহরি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কানন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা, ফেরদৌস ওয়াহিদ হৃদয়, হারুন আহমেদ, ওয়াজেদ, শীতল, রাজন, সানজিদ আহমেদ, জনি, আফ্রিদী, তন্ময়, রাশেদ, ফাহিম, রনি, ইসমাইল, রিমনসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ, পৌর ও জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি বলেন, কোভিড-১৯ করোনাভাইরাসের প্রারম্ভ থেকেই বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্নভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় করোনার ২য় ঢেউ মোকাবেলায় লকডাউনে রমজানে দরিদ্র ছিন্নমূল মানুষকে বাংলাদেশ ছাত্রলীগ সেহ্রি ও ইফতার বিতরণ করছে। আজ আমরা চুয়াডাঙ্গার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেহ্রি বিতরণ করছি এবং এই ধারা ভবিষ্যতেও অব্যহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More